তুমি যাকে চাও
আমি তাে সে নই,
আমি এক মাটির মানুষ
মাটির ঘরে শােই।
মাটি আমার চৌদিকে
পাশে বাঁশের ঝাড়,
জোনাক জ্বলে ঐ যে দেখাে,
নিয়তি আমার।
তােমাদের ঐ দালানকোঠায়
নিয়ত বাজাও রিং রিং ঘন্টা,
আমাদের এখনটা নিত্য সবুজ,
পাখির ডাকে ভাঙছে ঘুমটা।
ঘােমটা খােলে বেরােও তাে এখানে,
মনটা তােদের ফেসবুকের মাঝখানে,
এমন করলে ক্ষতি টা কার হবে,
আমরা না হয় মূর্খ ছিলাম তােদের কাছে।
মূর্খ বলে এখনাে অপমান করতে পারিস বটে,
তাই বলে কি মনটা মােদের কালাে?
কথায় কথায় তােদের মুখে আইনের ফুলঝুরি ছুটে,
তারপরও কি তােরা আছিস ভালাে?
এই যদি হয় তােদের কাহিনি
ওরে শিক্ষিত মূর্খের দল,
আমরা সবাই গ্রামের মানুষ
নাম যে মােদের গ্রাম্যদল।
প্রকৃতি এখানে করেছে করুণা,
নিয়ত সবুজ শস্য শ্যমল।
আমরা সবাই গ্রামের মানুষ,
নাম যে মােদের গ্রাম্যদল।