কুত্তা-কুত্তি
রাজ্য পেল,
রাজ্য উঠলো লাটে,
সিংহ যে আজ
আসছে তেড়ে,
খেলোয়াড় নেই মাঠে।

কু্ত্তাগুলোর
বকবকানি
দেখেছি মধ্য রাতে,
দিনকানা সব
চাঁদের আলোয়
চেঁচিয়ে চেঁচিয়ে মাতে।