কৃতিকা,
মনে করাে,
তুমি আর আমি
আমরা দুজনে মিলে
বসন্তের কোনাে এক সন্ধ্যায়
দেখা করার কথা হয়েছিল বিকেলে।
তখন তুমি
চুপটি করে বসেছিলে,
ঘন ঘন মাথা নাড়ছিলে,
ঘাম মুছে ছিলে রুমালে।
আমি মুচকি হেসে
বলেছিলাম,মাশাল্লাহ,সুন্দর।
ঝিঁঝিঁ পােকাগুলাে
ডাকছিল খুব,
ওদূরে উজ্জ্বল বিন্দু,
দেখেছিলে চুপচুপ।
গাড়িটি ছুটেছিল আপন মনে,
ভয়ে কেন কেঁদেছিলে প্রিয়,
নিষ্পাপ শিশু মুখ।