২৭
সহজাত সৌন্দর্যে
সে যেন এক মায়াবতী,
নাম তার কৃতিকা,
রূপ তার মিষ্ট অতি।
সে জানে না দূর হতে এক
বাসছে ভালাে বাউন্ডুলে,
সামনে যার চোখ থাকে না,
মন থাকে তার ন্যস্ত চুলে।
২৮
সে আমার কৃতিকা,
তার চোখে আমি স্বপ্ন দেখিনি।
এক সমুদ্র জল ঢেলে দেওয়ার পর
কি করলে এই প্রেমাগুন নিভবে? বলাে?
২৯
কেউ আমায় ভালােবাসেনি,
আকাশের তারাও না,
জমিনের ঘাসও না,
এক শতাব্দী ধরে যাকে ভালােবেসেছিলাম,
সেই কৃতিকা ও আমায় ভালােবাসেনি!
আমার বিষন্ন হৃদয় যাকে চায় তাকে কি
নাম ধরে ডাকবাে?
অর্ধশতাব্দী আগে কে যেন আমাকে
বলেছিল,পৃথিবীতে কেউ নাকি কাউকে
ভালােবাসতে পারে না,ভালােবাসা
কেবল ওপারে থাকে।
আমি তার কথা বিশ্বাস করতে চাইনি
ঠিক তার অর্ধশতাব্দী পর কৃতিকা
আমায় ছেড়ে চলে গেছে।
৩০
আমি আর কবিতা লিখবো না
বুঝলে কৃতিকা।জীবনের শেষ
কবিতা লেখা হলো যে আজ,
আত্মহননের ঠিক দশ মিনিট আগে কবিতাকে কেটেকুটে সমুদ্র জলে
ভাসিয়ে দিয়েছি।তারপর পোস্টমর্টেমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য,রিমান্ডে নিয়েছি নিজেকে হাজারবার,বিষণ্ণ এই পৃথিবীতে
কবিতা তোমায় নিয়ে আর বাঁচতে চাইনা।