কৃতিকা কাব্য ১৯
প্রেমে পড়া অন্যায়
সে তাে জানে কণিকা,
তবুও বারবার প্রেমে পড়া হয়,
নাম তার কৃতিকা।
এমন করে প্রেমে পড়তে নেই,
কপােকাত তার মিষ্টি হাসিতেই।
এমন করলে লাভটা কি বলাে
সুন্দর সে যে চিরসুন্দর!
কৃতিকা কাব্য ২০
নাম তার কৃতিকা,বড়ই সুনাম,
আমি এক মাকাল ফল নিয়ত দুর্নাম।
এই যদি হয় তবে প্রেমের মহিমা,
মায়াবতীর মিষ্টি হাসির প্রেমে
জীবন সে যে যাচ্ছে থেমে,
এ কথা কি সে বলেছে?
না,না,জীবন সে তাে এমনই কাটছে।
তবে ভুলটা হলাে কার?
সহজাত সৌন্দর্যের প্রেমে পড়া
সে মহান ভুল আমার!