কৃতিকা কাব্য ১৭
কৃতিকা,
তুমি এতো সুন্দর কেন?
নির্লিপ্তভাবে আকাশের দিকে
চেয়ে থাকার মতো তোমার ছবির দিকে
চেয়ে থাকতে থাকতে কল্পনায় ডুবে যাই,
সে কল্পনা ও তো মৃত্যুর সমান।
কৃতিকা কাব্য ১৮
কৃতিকা,
মনে করো,
হঠাৎ তুমি জেগে উঠে ছুড়ে
ফেলে দিলে তোমার রোমান্টিকতা,
তখন কি হবে বলতে কি পারো,
আকাশ হতে ছুটে কি আসবে না উল্কা তীর,
স্বপ্ন ধরতে আবারো?