তােমায় আমি ভালােবাসি,
সুরমা মাখা চোখ,
রূপ সন্ধানে দিলাম পারি
সাত সমুদ্রের বুক।

সুবাস তোমার করছে রােদন,
আমার মনে নিত্য বেদন,
রূপসাগরে স্বরূপ তোমার
অপরূপ আয়োজন।

আমি দিন হারালাম এখন,
আমি রাত হারালাম এখন,
তোমায় ভেবে আমার প্রয়োজন।
ও পাগল মন,
তুচ্ছ তুমি ঐ মিষ্টি হাসিতে,
তাই ঝুললে কেন প্রেম ফাঁসিতে?

কোথায় গেলে পাবে তারে,বলো?
ঘর যে তােমার বেজায় কালাে,
রূপসাগরে দিশেহারা,
মন কি আর আছে ভালো?