ঘুমিয়ে আছে ঘুমপোকা মোর,
ঘুমিয়ে ছিল বেলা,
কেন ভোর হলো পৃথিবী তোর,
কি আজব খেলা।
ঘুমিয়ে ছিল পাখিটি
আমার, ঘুমিয়ে ছিল বন,
হঠাৎ আলোকে পলকে
পলকে হলো জাগরণ।
নিশিদিন গেল রাত পোহালো,
সূর্যে হলো ঝড়,
পৃথিবী কাঁপলো পাহাড় টুটলো
মড়কের ভিতর।
মানুষ মরলো, পৃথিবী ঘুমালো
দেশ হলো নিবিড়,
জাগ্রত মানবী জাগেনি এখনো
স্বার্থপর এ শিবির।