চিড়া, মুড়ি, চা, কফি ও দই,
এই পৃথ্বীর আমরা তো কেউ নই।

গরু, ছাগল, শিয়াল, মহিষ ও বাঘ,
আমার কেন উঠছে ভীষণ রাগ?

শনি, রবি, সোম ও শুক্রবার,
আমি কি হতে পারলাম তার?