খোয়াই নদী তীর,
ছিল বড়ো অস্থির,
কাশফুল দুলতো,
পাখিগুলো উড়তো,
কি যে মায়া লাগতো,
ছোট ছোট ছেলে মেয়ে
চরে এসে খেলতো।

আজ নেই, নেই, সেই
নদীতীর আগের মতো,
কাশফুল ফুটে না,
মায়া আর লাগে না,
বড়ো ধূলা-বালু যুক্ত।

এখন,
বাতাসে বাতাসে
ট্রাক্টর ধোঁয়া ভাসে,
পাখিগুলো উড়ে না
উপরের আকাশে।

নেই, নেই, নেই,
দেখার মতো কেউ নেই,
মনের ভেতরে বাস করে
ঐ ব্যবসায়িই।