১
মাঝি মাল্লা,পড়ে আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ,
দিয়ে মুসকান,হয়ে কোরবান,
লা ইলাহা ইল্লাল্লাহ।
২
আল্লাহু আকবার কলরবে,
হৃদয় কেড়ে নিলে এই ভবে।
৩
হৃদয়ে আছে ভালোবাসা যত,
শুনি আজান,মনের মতো।
৪
এলো ঈদ এই ভুবনে,
বের হয়ে আসো মুসলিম
জনে জনে ঈদগাহে।
৫
পাঁচ ওয়াক্ত নামাজ পড়
ইসলামি শরিয়ত মতে,
সব কাজ ছেড়ে আসো
আল্লাহকে পেতে।
৬
এলো রমজান,হও কোরবান,
দিল্ করো সাফ,প্রিয় মেহমান।
৭
করো না গীবত পড়ো না লানতে,
করলে গীবত যাবে জাহান্নামেতে।
৮
প্রিয় নবিজী এসেছেন দুনিয়ায়,
গুনগুনিয়ে গান গাহ কবিতায়,
তাঁর মর্যাদার কথা বলবো কত,
তাই তো অনুসরণ করতে চাই
সাহাবিগণের মতো।
৯
মায়ের পদতলে বেহেশ্ত আছে,
আছে সুখ শান্তি,
কারো কথায় দিও না কষ্ট,
ক্ষমা চেয়ে নিও,ভুল ভ্রান্তির।
১০
হৃদয় লেগেছে ময়লা যত,
জিকিরে করো সাফ,
সময় পাবে না তো।