ইমানের,
কেনো এতো দাম?
কোটি কোটি টাকা,
দুনিয়াবি সম্মান!

মানুষের ভালোবাসা সিক্ত,
খেয়ে ফেলি খুবলে রক্ত,
তবু নিয়ে আসে ভক্ত,
খোলে দেয় খাম,
ইমানের কেন
এত দাম?