যদি পেতে চাও বৃষ্টি,
কাব্যের মেঘ,
তবে লালন করো প্রিয়
অতুল আবেগ।
যদি পেতে চাও খাদ্য ও
চিকিৎসার সুষমা,
তবে পালন করো বিধি
ডান বাম আছে যা।
যদি পেতে চাও স্বপ্নের শহর,
তবে পরিশ্রম করো দিনভর,
যদি পেতে চাও ভালোবাসা,
তবে সল্প করো জীবনের চাহিদা,
যদি পেতে চাও সুখ
তবে দূর করে দাও দূর্বৃত্ত মুখ।
যদি হতে যাও বরেণ্য,
তবে চরিত্র করো পূর্ণ,
যদি হতে যাও চির স্বাধীন,
তবে মুক্ত করো এই প্রাণ,
বিকিও না অন্যের অধীন।
যদি পেতে চাও প্রাণচঞ্চল
কবি মন এক,
তবে সত্য বলো প্রিয়,সাক্ষী
রবে নিয়ত বিবেক।
যদি পেতে চাও শান্তি,
সুমিষ্ঠ সেই বসন্তের মাতাল হাওয়া,
তবে তৈরি করো সুষ্ঠু এক রাজনীতি,
চাই জীবনের অধিকার ফিরে পাওয়া।
গড়ে তোল তাই আন্দোলন,
দূর করে দিব ব্যথিত জীবন,
দূর হয়ে যাবে সেই পুরাতন
ভেজালের মহাজাল দূর্নীতি।
অতঃপর আমাদের ভাই-বোন
ঘরে ফিরে আসবে তাদের অদূর
ভবিষ্যৎ সন্তান তরে।
অতঃপর জন্ম নিবে ঘরে ঘরে,
দেশমাতৃকা তরে লাখে লাখে
গর্বিত বীর সৈনিক,
তবেই ধন্য হবে এই পথ পিষ্ট পথিক,
তবেই ধন্য হবে এই পথ পিষ্ট পথিক।
(২০২০)