সুখ তোমায় নতুন করে
খুঁজতে আমি চাই,
তোমার খুঁজে পাগলপারা
দুঃখ কেন পাই?
সুখ তোমার কোথায় বাড়ি,
কোন দেশেতে ঘর?
সুখ তোমায় খুঁজতে গিয়ে
আপন কেন পর?
সুখ তোমার নতুন হাসি,
দিচ্ছ কাকে দেখে,
সুখ তোমার নতুন বাড়ি,
বিকবে কয় লাখে?
সুখ তোমার নতুন বাসায়
থাকবে কে বা কারা,
সেই বাসাতে দিচ্ছে কে ভাই
এমন মধুর পাহারা?
সুখ তোমার নতুন গাড়ি
ছুটছে কোন দিকে
সেই গাড়িতে চড়ব আমি
সে আশা যে বুকে।
সুখ তোমার নতুন বাড়ি
দিবে আমায় ধার,
তোমার বাড়ি নতুন গাড়ি
মণিমুক্তায় মানায় হার।
সুখ তোমায় প্রশ্ন করি উত্তর দিবে কি,
ধনী কেন দুঃখ পায় দুখী কেন সুখী?
সুখ তুমি কথা দাও
যাবার সময় হলো যে আমার,
কার ঘরের ঘরণী তুমি,
উত্তর দাও তার?
বললো সুখ,হাস্য মুখে,
দুঃখ আমার স্বামী,
এই পৃথিবীতে আমরা দুজন
পরপর আসি নামি।
ঐ যে দেখো ঐ খানেতে
সুন্দর একটা লোক,
তারও আছে দুঃখ অনেক
মানুষ আজব নোক।
রোগালোক ভাবে, আহা!
স্বাস্থ্য কেন নাই?
স্বাস্থ্য পেলে বাহ বাহ
হাপুশ হুপুশ খাই।
আচ্ছা,বলো দুঃখ যারা পাওনি তো মোটেই,
তাদের কপালে কখনো কি বা সুখ জোটেই?
দুখের পর সুখ আসে এই হলো সারকথা,
এবার তুমি তুষ্ট রবে, আমায় দাও কথা।
সুখ আমি কথা দিলাম
তুষ্ট রব সারাটি জীবন,
তোমার সাথে কবে হবে দেখা
আবার কখন?
বললো সুখ,ভাইটা আমার
রবে যখন দুখীজনের পাশে,
তোমার সাথে করব দেখা
নতুন আবেগ আশ্বাসে।
এবার তুমি ঘুম থেকে তো উঠো
ডাকছে তোমার মা,
নাস্তা করে স্কুলে যাবে
পড়ে নতুন জামা।
ঘুমটা আমার গেলো ভেঙে
সুখপাখিটির স্বাদের নীড়,
উড়ে উড়ে যাচ্ছে পাখি,
রাস্তা- মানুষ,ময়লা ভিড়।