আজকে যে ভাই ইদের দিন,
বইছে খুশির মেলা,
জড়িয়ে ধরো, কথা বলো,
করো না অবহেলা।
ভাইটি তোমার, বোনটি তোমার,
আসবে ইদে বাড়ি,
জলদি করে আনতে যেও
নিয়ে রিকশা গাড়ি।
রাগ করো না,রাগ করো না,
রাগ করা যে নিষেধ,
ঝগড়া থাকলে মিটিয়ে নিও,
করো না ভেদাভেদ।
নামাজ শেষে বাড়ি ফিরে
পাড়া পড়শির খোঁজ নিও,
কখনো তো নাও না খবর,
আজকে নিও প্রিয়।
ইদ মোবারক, ইদ মোবারক,
বলছে ডেকে মোয়াজ্জিন,
নামাজের আগে ফিতরা দিও
আমার প্রিয় মুসুল্লিন।
ইদের দিনে সকাল বেলা
গোসল করে যেও,
সুন্দর পোশাক পড়ে তোমরা
লাগাবে সুগন্ধিও।
সকালবেলা খেজুর খাবে
সংখ্যা হবে বিজোড়,
ইদগাহেতে হেঁটে যাবে
যদি না থাকে ওজর।
যাবার পরে তখন যদি
পাওনা মনে স্বাদ,
মনে রেখো, অহংকার,
করেছে তোমায় বরবাদ।
অন্যদিনের মতো তুৃমি
ইদকে ভেবোনা তাই
ইদ তো রহমত প্রিয়,
ইদের তুলনা নাই।