তোমাকে ভালোবাসলে
মনে হয় পাবো অনেক সুখ,
অথচ তোমার চোখে চোখ
মিলাতে পারি না লজ্জায়।

ভীষণ শীতে কাঁপি একাকী এই শয্যায়,
তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়।

তোমার চোখে বৃষ্টি বয়ে যায়,
তোমার চোখে বিষণ্ণ ফুল ফুটে,
বৈশাখীর ধানের মতো
কেঁপে উঠে রিক্ত মন।

তারপর ঘুঘু ডাকে,
শীতের সকালে কুয়াশায় হেঁটে,
ভেজা শিশির লাগে দুজনার পায়।