১
তোমার আত্মা বাস করে ঐ
লাশবাহী ফ্রিজারের ভেতর,
কখনো কি কেঁদেছো মন তুমি
অথবা কেঁপেছে তোমার শহর?
২
মানুষ মরে গেলে হয়
যতসব আত্মীয় ও স্বজনের ভীড়,
কখনো দেখিনি যারে
তার সাথেও যেন সম্পর্ক গভীর।
৩
তবুও নীরবতা গ্রাস করে মনে,
ক্রমশ কমছে মানুষ,ব্যস্ত
ওরা চরিত্র হননে।
৪
লাশবাহী ফ্রিজারের ভেতর,
রেখেছি তোমার দেহ নীরবতা,
জীবনের সব শব্দ জড়ো করে
লিখে ফেল কবরের কবিতা।
৫
ক্রমশ মরছে মানুষ, একটুও বদলাইনি,
জানাজায় শরীক হয়েছি অথচ তেমনি।
৬
তুমিও মরবে আমিও মরব,
বসন্তের কি আসে যায় তাতে,
জোনাকি উড়বে পাখিও ছুটবে
অথচ একাকি মরণের রাতে।
৭
কি লাভ থেকে বলো সন্ততি ও স্বজন,
অথবা বন্ধু প্রাণের প্রিয়জন?
যতই হোক আয়োজন,
দিনশেষে যে মরণ।