আকাশ হতে স্বরবে,
ডাকলো পাখি গৌরবে,
দেওয়ানা হবো গো।

কি আকুতি জানাও মনে,
ঘুমের ঘোরে সঙ্গোপনে,
দেওয়ানা হবো গো।

চোখে চোখে চোখ রাখিব,
মনের কথা কইবো গো,
সঙ্গে এলে বাস করিব,
প্রেমের নদী পাড় করিব,
দেওয়ানা হবো গো।