ক্ষমতার আড়ালে ধর্ষণ করো,
তাই বুঝি ধর্ষিত,নারী সব।
পুঁজিবাদ,তুমি নারীকে মানুষ
করোনি,করেছো পাশব।