সে আমার ভালোবাসা,
একাকাশ কান্নার বৃষ্টি,
থেমে কি থাকে সময়?
হঠাৎ দূরত্বের মেঘ দৃষ্টি,
সৃষ্টির সৃজন মূলে,
ভেবে যাই আমি এক
সৃজনশীলে প্রাণ,
আমার সৃষ্টির উর্বর ধান
খোঁজে ফিরে যার
নতুনত্বের সম্মান।