ওরে পাগল,
তোর কি মুন্ডু নেই?
উশখুশ তোর চুল!
এমন তরো
আর কতকাল
করবিরে ভুল?
বলিস কথা,ফালতু কোথাকার,
থাপ্পড় মারতে চায় মন আমার।
ইস্ কত বাজে তুই,ছিছিছি,
বলিস কেন কথা মিছিমিছি?
তোর ফাঁসি হোক,এই হোক স্লোগান,
পাগল কবির পিচ্চি হাতির মুন্ডুদান
উৎসবে, দাওয়াত দিলাম সবে।