বেজেছে ছুটির ঘন্টা,
কেড়ে নিয়ে মনটা,
যাই হারিয়ে।
তোমার পৌষমাস
আমার সর্বনাশ,
এই পথে পা বাড়িয়ে।
হারিয়েছি উদ্দেশ্,
বসত ভিটা দূর বহুদূর,
তোমার স্মৃতি অম্লান
হৃদয়ে বাজে গান,
সুর সুমধুর।