প্রজাপতি,প্রজাপতি,
ফুলের মন ছোঁও,
ভোর বেলা বিভোর মনে
ফুলের সাথে রও।

বিভোল মনের সাধে,
রঙের মায়ায় বেঁধে,
ফুলের ব্যথায় ব্যথিত হও।

হাসি ও খুশিতে,
মনের মায়াতে,
ফুলের সাথে রও,
প্রজাপতি,প্রজাপতি,
ফুলের মন ছোঁও।