তােমাকে ভালােবেসেছি বসন্ত,
আমেরও মুকুলে।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
গােকুলে গাে গােকুলে।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
প্রিয় প্রেম কবিতায়।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
স্তব্ধ মধূপ,গাছেদের ছায়।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
শূন্য গাছেদের ডালে।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
প্রিয়াহীন মায়াজালে।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
পাগলামাে দিনভর।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
উড়ন্ত মধুকর।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
আমার ভাষার মাস।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
রুক্ষ মাটিতে প্রাণের শ্বাস।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
কোকিলের গানে।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
অপূর্ব সুরতানে।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
নতুন প্রতীক্ষায়।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
পাখিদের পায়।

তােমাকে ভালােবেসেছি বসন্ত,
বাসন্তী রঙ শাড়ি।
তােমাকে ভালােবেসেছি বসন্ত,
মাঘ শেষ ফেব্রুয়ারি।