বড়ো মায়া লাগে আজ
নিজের কাছে,
নিজের ভাবনায়।
কবিতা,কবিতা,বলে
তুমি সেই যে চলে গেলে
আসলে নাতো আর ফিরে হায়!
এ কেমন নিষ্ঠুরতা তোমার,
যখন তখন প্রশ্ন করে মন,
সে কথা কি সে কখনো জানায়?
আকাশ যদি হতো কালো,
তবে কি সন্ধ্যানদী লাগত ভালো?
বলো প্রিয় বলো,
অনেক সময় তো হলো,
এখন না হয় সূর্যস্নানে চলো।