গাছের ডালে বসলো পাখি,
কাঁপছ কেন গাছ?
বললে ডেকে, আজকে ছিল,
সতেরোই মার্চ।
আজকে তোমার জন্মদিন
বইলো পুবের হাওয়া,
ঐ যে দেখো নদীর পথে
মাঝির নৌকা বাওয়া।
তিরিং বিরিং দুলছে নৌকা,
বলছে তোমার কথা,
ওগো প্রিয়, শুভেচ্ছা নিও,
পেয়ো না কোনো ব্যাথা।
নদীর জলে বান এসেছে,
ডাকছে বিড়াল, মিও,
ওগো প্রিয়, পরাণ প্রিয়,
বলেছে কি আর কেউ?