বিড়াল ছানা,বিড়াল ছানা,
আমার দিকে চাও,
মাটির গায়ে গা ঘেষিয়ে
কি যে আরাম পাও?

বললো ডেকে বিড়াল ছানা,
মিউ, মিউ, মিউ।
আমি হলাম বাঘের মাসি
আমায় চিন কেউ।

বিড়াল ছানা দাও না হাসি,
ঐ মাঠেতে বাজছে বাঁশি,
ডাকছে রাখাল ছেলের মাও।
বিড়াল ছানা দাও গোঁফে তাও,
আসলোরে ঐ দখিন বাও,
গাঙের জলে ঢেউ উঠেছে,
দুলছে মাঝির নাও।  

ওরে বিড়াল ছানা,
কাঁদার মাঝে
ডুবলো কি তোমার পাও?

ডুবলো আহা ডুবলো রে,
পড়লো চোখে ধূলোর কণা,
বিড়াল ছানার মৃত্যু হলো,
সে যে কি যন্ত্রণা!