তুমি নবিজীকে
ভালোবাসি বলো
অথচ তাঁর অপমানে
তোমার মন কাঁদে না,
প্রেমের কবিতায় কেন
ভরপুর করে দিলে
অপাত্রে নজরানা,
যে দেশে নবিবিদ্বেষীরা
মাথা উঁচু করে বাঁচে
সে দেশ আমার না।