খাদ্যগুলো নষ্ট হলো,
ভ্যানগাড়িটা রাস্তায় ছিলো,
হঠাৎ এসে উল্টে দিলেন?
কিসের স্বার্থে হরতাল দিলেন?
গরিব মারার ফন্দি আঁটেন?
লাভটা বলেন?
গরিব মারতে লাগে ভালো?
মুখটা দেখি বেজায় কালো,
করছেন কেন তুচ্ছ তাচ্ছিল্য?
ঐ যে বলেন রিকশাওয়ালা,
গালি দিয়ে পড়ান মালা,
সেলফি আর কম্বলে।