বিশ্ব মাঝে বাংলাদেশের স্থপতি যিনি,
আমরা তাঁকে বঙ্গবন্ধু্ নামকরণে চিনি।
যোগ্য পিতার যোগ্য সন্তান
শেখ হাসিনা কন্যা,
উন্নয়নের জোয়ার আনলেন,
সুখ সমৃদ্ধির বন্যা।
স্বপ্নে দেখা পদ্মাসেতুর
ঠাঁই হলো যে নদীর বুকে,
জনগণের সুখ সমৃদ্ধি
আয়রে তোরা দেখে।