একটি কবিতা লিখব বলে
তোমাকে দেখেছি একশ বছর,
একটি কবিতা লিখব বলে,
হেঁটেছি তোমার স্মৃতির শহর।


একটি কবিতা লিখব বলে
অনুভূতি করেছি জমা,
দুঃখের ব্যবসা হয়েছে অনেক
সুখের ব্যবসা রমরমা।


একটি কবিতা লিখব বলে
সকাল সন্ধ্যায় নিয়েছি তোমার পিছু,
একটি কবিতা লিখব বলে
তোমার মুখে গল্প শুনেছি কিছু।


একটি কবিতা লিখব বলে
পড়েছি কত বই,
অথৈ জলে ডুব দিয়েছি
আমি কি তোমার নই?