১
একটি কবিতা লিখব বলে
তোমাকে দেখেছি একশ বছর,
একটি কবিতা লিখব বলে,
হেঁটেছি তোমার স্মৃতির শহর।
২
একটি কবিতা লিখব বলে
অনুভূতি করেছি জমা,
দুঃখের ব্যবসা হয়েছে অনেক
সুখের ব্যবসা রমরমা।
৩
একটি কবিতা লিখব বলে
সকাল সন্ধ্যায় নিয়েছি তোমার পিছু,
একটি কবিতা লিখব বলে
তোমার মুখে গল্প শুনেছি কিছু।
৪
একটি কবিতা লিখব বলে
পড়েছি কত বই,
অথৈ জলে ডুব দিয়েছি
আমি কি তোমার নই?