না, এখন আর প্রশ্ন করিনা এমন--
যৌতুক দিবেন কত, শ্বশুরমশাই?
বরং এখন বলি: আপনার মেয়ে কবিতা বুঝে তো?
শেক্সপিয়ার, হোমার কিংবা কবিগুরু
রবীন্দ্রণাথ-সামগ্রীর ক'খান মুখস্ত আছে?
যদি বলেন: হ্যাঁ, মেয়ে আমার কবিতা বুঝে তবে
অতদূর নয়, বাবা! তবু বলি--
এই নিন তিন সত্যি'র কসম,
আমি তাতেই কবুল !