১.
সকলেই ভাঙে; কেউ ভাঙে
ভাঙার নামেই, কাজে,
কেউ ভাঙে
গড়ার নামে, অকাজে।
২.
কে বলে প্রেমিক তুমি? কে সে?
আপ্ত বাক্যে বেশ সেজেছ সাধক,
চারিদিকে হৈ চৈ-- "ও সন্ন্যাসী!
"তুই শালা আস্ত জাতির ধর্ষক।"
৩.
হাঁটতে গেলেই হোঁচট খাও,
কানার উপর ধমক নাও।