সা.
পাথরেও ফুটে ফুল
ভালবাসার কথায়,
মানুষ পোড়ায় ফুল
ভুল বারুদ-বোমায়!

রে.
কিচির মিচির শব্দে-
প্রতিশব্দে পাখি ডাকে,
মানুষ নিয়েছে কেড়ে
কথাময়ী কবিতাকে!

গা.
বৃক্ষের বাতাসে সুর
জীবনের শুনি গান,
মানুষ কার্বন-বিষে
ভাঙে আকাশ-খিলান!

মা.
বিস্তৃত পথের বাঁকে
সীমাহীন কত পথ,
মানুষ ভ্রান্তির ছলে
দেখো, ভেঙেছে সে পথ!

পা.
নিভৃত আঁধার-বুকে
জোনাকী আলোকময়,
মানুষ আলোর পথে
কৃষ্ণ আঁধার ছড়ায়!

ধা.
খাঁচার বন্দী পাখিটি
জেনো, হয়ত' স্বাধীন,
মানুষ কে জানে কেন
এত পাষান-প্রবীণ?

নি.
সুবিশাল পৃথ্বী-তল
নীলাকাশ সামিয়ানা,
মানুষ সেখানে আঁকে
মানচিত্রের সীমানা!

সা.
ঝড়-বৃষ্টি, বজ্রপাত
পৃথিবীর অভিশাপ,
মানুষ তারও বেশি
দেখো, খাটায় প্রতাপ !!