বন্ধু জানিস?
আমার কী-যে
কষ্ট হয়
চোখের নীরে
বৃষ্টি হয়
তোর স্মরনে
রাত্রি দিনে
অহর্নিশ!

বন্ধু জানিস?
ক্লান্ত পথে
চলছি একা
স্বপ্নহীন
পুড়ছি একা
তোর আশাতে
ভালবাসাতে
উনিশ-বিশ!

বন্ধু জানিস?
কোথায় আছি
কেমন আছি
বেঁচে আছি,না
মরেই গেছি
পারিস যদি
স্বপ্নবাদী
খবর দিস!!