(প্রিয়তমাসু 'আ'-কে)
এই নে, দিলাম গ'ড়ে সিঁড়ি তোর
উঠে যারে তুই সোপানে সোপানে স্বর্গের মঞ্জিল।
এ সিড়িতো অভ্রভেদী; আকাশের খিলান বেয়ে উঠে গেছে
দূর..দূর..অন্তহীন অনেক উপরে!
কেন ফিরে চাস? দেখ তোর
আঁখি-জলে এমন গারদ-গালিচা-কুসুম পথ যে ভিজে যায়য়।
আহা! কে শিখালো তোকে এমন বিষাদ-গীতি?
আমি তো স্থপতি মাত্র; কালের পুতুল--
কে দিয়েছে তাকে মনে রাখার এ দায়ভার?
দেখ্, বসন্ত বিরহে পাখি গান গায়
চাঁদ-চাহি' সাগর জোয়ারে ভাসে
নদী ছুটে যায় অবিরত ক্লান্তিহীন,
অথচ, কী স্হির আকাশের চাঁদ,
বসন্ত পুড়ে বৈশাখে মায়াহীন!
এইবার তবে ছিঁড়ে ফেল্
পূরনো-প্রাগৈতিহাসিক বেদনা-বন্ধন,
স্বর্গ যে দিয়েছে ডাক তোকে--
শোন্, আকাশে বাতাসে বাজে সেই সম্ভাষন!