অগ্নিময় গৌরবের দিন শেষে
পড়ে আছি ভগ্নাবশেষ ভাগাড়ে,
সাথে দুই পয়সার ''পোড়া বিড়ি''--
সহবাসে আছি কালের খোয়াড়ে!
ভুলে গেছি ''বেনসন-হেজেসের'' জাত্যভিমান,
দেহ নেই দাহ নেই-- প্রেম নেই, নেই মান-অপমান।
আজ তবে ''ধূমপায়ী'', অভিশাপ
দিয়ে যাই-- ''বিড়িখোর'' আর তুমি
এমনই দিন শেষে, একদিন
সাথী হবে ডাক দিলে প্রাণ-স্বামী!