গতকাল ঐ রাজপথেরই ধারে
খুন হয়েছিল একটি যুবক দিন-দুপুরে
অগুনিত ব্যাস্ত পথিক চলেছিলো পাশধরে তার
অসহায় যুবকের পাশে দাঁড়ায় নি কেউ একবার
আমাদের এই দেশে খুনিরা বেড়ায় ঘুরে
নির্ভয়ে, নাকের ডগায় ফিটফাট বেশ,
হায় রে স্বাধিনতা! হায় রে বাংলদেশ! ||
লাশ-কাটা ঘর চললো লাশ
করতে হবে পোস্টমর্টেম,
পকেট গরম হয়নি তাই
দিয়েছে রিপোর্ট এক্সিডেন্ট-- (২)
এই স্বাধিকার দেশ হয়েছে
জোর, টাকা আর মামার দেশ! ||
আর কতকাল চলবে এমন?
হ'তে হবে এক্সিডেন্ট,
ঘরের বাহির হ'তেই ভাই
নেই জীবনের গ্রান্টেড-- (২)
আর কতদিন চলবে দেশে
লুট তরাজের রান-রেস! ||