লোকে জানে -
স্বেচ্ছাচারী যুবক আমি,
ডানপিটে সব বালক যত, সবাই বলে -
ওদের না-কী গুরু আমি!
নিত্যদিনই আমার নামে বিচার বসে,
পাড়ার যত অঘটনে আমায় দোষে।
অথচ আজ -
তোমায় দেখে দৃষ্টি আমার অবনত,
ভালবাসার পরশ পেয়ে
এক পলকে উধাও হল ছন্নছাড়া কাণ্ড যত!
কে জানে হায়! আমি ভাগ্যবান, না ভাগ্যাহত?