খুব বেশি চাই নি তো আমি
করি নি তেমন দরাদরি,
বড় জোর "ভালবাসি" -
ব'লেছি না-হয় সরাসরি।

ক্ষুব্ধ মনে জাগে যদি অভিলাষ,
এই নে হৃদয়, আগুনে পোড়াস !