রঙ-তুলির আঁচড়ে ছবি কী আঁকা যায়?
মনের মধ্যে যদি ছবি না-আঁকা রয় ||
সুর দিয়ে কী গান গাওয়া যায়, বল?
সুরের মত নাই-বা যদি হল --(২)
সুরের মত সুরেলা হলে সবারই মন ছুঁয়ে যায় ||
ফুল দিয়ে কী মন পাওয়া যায়, বল?
ফুলের মত না-বাসিলে ভাল --(২)
ফুলের মত বাসলে ভাল সবারই মন পাওয়া যায় ||