কাঠের ভিতরে
কে ডাকে বিকট? কে ডাকে?
প্রাণহীন কাঠ
স'য়ে যায় সেই ব্যথাকে!

বস্তুতঃ এ কাঠ
হৃদয় আমার, জেনেছি -
আহত-বিক্ষত
তবুও তাকেই চেয়েছি!!