পূর্ব তো সে পৈশাচিক
পশ্চিমও দেখা হল শেষ,
উত্তরে আগুন
দক্ষিণে দুঃখের বার্তাদেশ!
উর্ধ্বে উল্কাপিণ্ড
নিম্নে অগ্নিগিরি-জ্বালামুখ,
ঈশানে বিষন্ন দেবতার
দেখি অপমুখ!
অগ্নি অগমেয়
নৈঋত দর্শনে যেতে নাই,
বায়ু-দেশে বর্গী
স্বাধীনতা, তুমি যে কোথায়?