বিগব্যাঙে অঘটন -
পৃথিবীর সৃষ্টি,
তুমি-আমি চেয়ে আছি
অপলক দৃষ্টি!
ভুল গুলি ফুল হল
তোমারই পরশে,
বড় সুখে বেঁচে আছি
মনেরই হরষে!
আশাহীন যত কথা
ভাষা হল মুখে,
শাশ্বত সব স্বপ্নেরা
উড়ে এলো চোখে!
দিন যায় দিন আসে
ভুলভালে টুংটাং,
তুমি আছ, আমি আছি
সাথে শুভ বিগব্যাঙ!!