আবির মাখা ঈশান কোণে
সূর্যি মামা অস্ত যায়,
সিন্দাবাদ ওই ক্লান্ত হ'য়ে
সাগর কূলে নাও ভেড়ায়!
অন্ধকারে ঢাকছে কে-টা
পাষাণ-হীয়া জগৎ-শূক?
আলোর মেয়ে লুকায় যেন
মেঘলা চুলে চাঁদনী মুখ!
পাখিরা সব ফিরছে নীড়ে
কণ্ঠে ভরা ব্যথার গান,
সূর্যি মামা একটু থামো -
রহম কর মহীয়ান!
আকুল-প্রাণে আলোক চাহি
আলোক তবু নিভছে হায়,
"চলে না আর অপেক্ষারে -
আমার যে ভাই সময় নাই!"