তুই যে আমার গল্প শেষের নীরবতা,
অবিরাম এক দীঘল পথের পথব্যাথা!
তুই যে আমার সুনীল আকাশ মেঘে ঢাকা,
চাঁদনী রাতের অন্ধকারেই ঝিঁঝি ডাকা!
তুই যে আমার ঘোর নিশীথের মোহমায়া,
উদাস ক্ষণের, ভুল স্বপনের মিছে কায়া!
তুই যে আমার ক্যানভাসে ভুল আঁকা ছবি,
ভর দুপুরের মেঘলাকাশের কালো রবি!
তুই যে আমার জোয়ারভাটার গতিধারা,
ফুল-ফাগুনের পাখির ডানায় পোড়ো খরা!
তুই যে আমার হরিৎ দেশের মরুভূমি,
এই অবেলায় যম-জীবনের চুমোচুমি!
তুই যে আমার ভুল সময়ের ভুলো-দেখা,
চলছে জীবন একটি রকম, একা একা!!