প্রথম যে দিন আমি আমার এ অস্তিত্বের অনুভব করি
সে দিনই নিবেদন করি আমার সমগ্র সম্প্রদান -
স্বদেশের জন্য আমার সত্তাকে, আমার শক্তিকে, আমার অক্ষয়
অস্তিত্বের একটি জীবন - সব, সব লিখে দেয়……
স্বদেশ আমার, প্রণয় আমার -
ভালবাসার জাগরণে প্রথম যে দিন আমি উত্থিত আবেশে
উদ্বেলিত হই; আমি উৎসর্গ করি আমার এ মন
বিশুদ্ধ সত্যের প্রেম, হৃদয় আর রক্তের অনুদান !
আমি সত্যকে যে দিন চিনলাম -
জানলাম সে দিন স্বদেশের চেয়ে সত্য নেই কিছু আর।
সুন্দরের সন্দর্শনে মুগ্ধ হলাম যে দিন, দেখলাম
স্বদেশ আমার, এই তো সৌন্দর্যের লীলা নিকেতন!
এ সত্যের মোহে, সুন্দরের প্রেমে
সেই তো আমার প্রেমাতুর অস্তিত্বের প্রথম আত্মসমর্পন!
কষ্টের কৌলীন্যে আমি যে দিন গর্বীত হই
আমি জানি সে আমার স্বদেশের জন্য, আমার জন্মভূমির জন্য
আমার এ হৃদয়ের প্রথম কান্নার জল …
কে জানে, স্বদেশের এমন নিবিড় আর নৈকট্যের
সুক্ষ্মদর্শনে আমি নিবেদিত কেন? কেন
বিক্ষুব্ধ রাহুর করাল-গ্রাসে স্বদেশ পীড়িত হলে
আমার হৃদয়ে এ রক্তক্ষরণ ?
কেন সবুজের সীমানায় বিবর্ণ ধূসর হানা দিলে
আমি উদ্যত আঘাতে চূর্ণ করে দেই?
কেন সাম্যের ঐক্যতানে বৈষম্যের শকুনীর
কর্কশ চিৎকারে আমি অভিসম্পাতে মগ্ন হই?
কেন? কোন নাড়ী-নক্ষত্রের এমন প্রীতির টান?