সময়ের হিসাবনিকাশে অজাগতীক মুহূর্ত সেটা -
এই তো আমার শেষ প্রশ্ন - পারলেই চাকুরী নিশ্চিত!
বস্তুত, ভাইভা-টুলে বসে আছি পুলকিত মনেই…
পাঠশালা থেকে এই পরীক্ষার টেবিল,
সবখানেই আমার চুড়ান্ত জয় - আমায় ঠেকাবে কে?
প্রস্তুত আমি; প্রশ্নটা এলো টেবিলের
শেষ প্রান্ত থেকেই - " তুমি কে? "
কিংকর্তব্যবিমূঢ় ফ্যাল ফ্যাল চোখে ব্যার্থতার জল -
আশ্চর্য! আমি আমার নাম ছাড়া অধিক কিছুই
আর বলতে পারি নি, যে আমি কে?
বলাই বাহুল্য, চাকুরীটা হয় নি আমার……!