তোমাকে যে ফিরতেই হবে ও মৃন্ময়ী হরিণী আমার!
ফিরতেই হবে কৃষাণের এই লোকালয়ে, ঘরে-দ্বারে …
ফিরতেই হবে, তবে কেন, কোন কূহেলী কেকার ডাকে
মিছেই বিভোর তুমি? কী স্বপ্নের জাল বুনে ফানুস সাজাও ?
হয়ত' শিল্পীর ক্যানভাসে বিমুগ্ধ সেজেছ তুমি
রঙে রঙে ঢেউ খেলে তব দেহ-মন,
তুলির আঁচড়ে দেখছ অবাক, স্বপ্নাতীত অন্য জগৎ-জীবন।
তবে শোন, যদি কখনও ক্লান্ত হও রমণ-পীড়নে
যদি ম্লান হয়ে পড়ে দ্যুতিময় ওই রূপের বাহার -
তখন কী হবে? যখন দেখবে তুমি অধরা শিল্পীর ক্যানভাসে
অন্য এক অপরিচিতার অভিষেক!
কবিদের কথা বল? মাটির দোহাই -
নদী জলে ডুবে মর; কবিদের ঘরে নয়!
তারচেয়ে ভাল, ফিরে এসো কৃষাণের বাহুডোরে
ফিরে এসো কৃষাণালয়ে আমার - এসো এ মাটির ঘরে…
আমরাও শিল্পী বটে;
আমাদেরও আছে শিল্পীত' সাজানো মন,
ছন্দিত জীবন চাও? দূরে কেন তবে?
কেন ঢাক লজ্জার আঁচলে ওই আনত বদন??