ওরা(নারী) প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে। কখনও কখনও ধর্ষকদের চুড়ান্ত লালসার বেদিতে ওদের জীবনও দিতে হয়, হচ্ছে । দুঃখ জনক হলেও সত্য, এ দেশে প্রাগৈতিহাসিক অপরাধের (!) বিচার (!) হলেও, সাম্প্রতিক ঘটে যাওয়া নৃশংসতম অপরাধগুলির বিচার তো দূর অস্ত, ঘটনার ঘটক-অনুঘটকেরই হদিস মেলে না।এমনও হয়, পোস্টমর্টেম, ফরেনসিক রিপোর্ট আর তদন্ত কমিটির বন্ধ ঘরেই 'বিচারিক প্রক্রিয়া' শেষ নিঃশ্বাস ত্যাগ করে!
যারা(নারী), রক্তভূক এই সব রাক্ষসদের আকণ্ঠ পিপাসায় নিজ দেহের শেষ রক্তের ফোটাটি দিয়েও প্রাণ দেয়, তারা তো মরে বেঁচেই যায়।কিন্তু যারা ভুল করে বেঁচে থাকে, তারা……???
হ্যাঁ, অবক্ষয়িত এই সমাজব্যবস্থায় তারা তো অপাংক্তেয়! আর তাই হয়ত', তাদেরকে অন্ধকারেই জীবন কাটাতে হয়।
তবে, জাগরিত বিবেকের দাবী- ওরা (নারী) লড়ার প্রত্যয়ে ফিরে দাঁড়াক, ওরা জয়ী হোক………
***********************************************
প্রিয়তমা! ফেরাতে হবে না ওই মুখ
বরং আমিই নিজে পাশ ফিরে রব বিপরীতে একা, আমরণ!
হয়ত' পাশেই রবে তুমি -
অথচ, দেখব না সে চিরচেনা মুখখানি আর
দেখব না আর আমি দাড়াস সাপের মত দীঘল বেণীর
ফণা তুলে হঠাৎ নেতিয়ে পড়া ম্লান হাসির হিল্লোল।
দেখব না তন্দ্রাহত মায়াবী ও-চোখ, ছন্দ-মধুর কাব্যিক
সুষমায় পাখনা মেলে কেমনে উড়ে যায় শূন্য নীলিমায় ……
না, ফিরিও না ও-মুখ তুমি -
কেননা, আমি তো চাই এ জগৎ-জঙ্গমের
বিরুদ্ধ বাদিনী হ'য়ে তুমি যুদ্ধে এসো,
তুমি জয়ী হও……!
ফেরাতে হবে না আর মুখ - যদি চাও
লজ্জাহত এই আমিই তোমার উল্টো বিপরীতে ছায়া হব,
অন্ধ, বধির অথবা পাষাণ প্রতিমা যা-ই বল
আমি তা-ই হ'তে চাই, আমি তা-ই হব……!!